করোনায় দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল

 সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৪ কোটি ৩১ লাখ ৫১ হাজার ২৯৮ জন এবং মারা গেছে ৬৩ লাখ ৩৮ হাজার ১৪০ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের স্থান সবার ওপরে।



দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ৭৮ লাখ ৬১ হাজার ১৩২ জন এবং মারা গেছে ১০ লাখ ৩৭ হাজার ৯২৮ জন।  

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে।


এ সময় এক হাজার ২৬২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৯০৪ জন।  

আগের দিনের তুলনায় এক শর বেশি মৃত্যু কমলেও শনাক্ত কমেছে প্রায় ৪০ হাজার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। আগের দিন দৈনিক সংক্রমণ ও মৃত্যু উভয় তালিকায়ই শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ১৫১ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত দুই কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন এবং মারা গেছে এক লাখ ৪০ হাজার ২৯২ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৯৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ৩২ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত তিন কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৭০৩ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৬৮ হাজার ৮৯২ জনের।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.