সিংহাসনে জাঁকিয়ে বসেছে কিংস

 মাঝখানে ৩৮ দিনের বিরতি ছিল। কিন্তু বসুন্ধরা কিংসের পারফরম্যান্সে ছেদ পড়েনি। ফিরেই রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও সংহত তারা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট দলটির।



দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে এগিয়ে ৯ পয়েন্টে।

বন্যার কারণে রহমতগঞ্জের বিপক্ষে সিলেটের ম্যাচটি আজ মুন্সিগঞ্জে খেলতে হয়েছে কিংসকে। সেখানে ৩৬ মিনিটে মিগেল ফিগেইরার গোলে কিংসের প্রথম এগিয়ে যাওয়া। বক্সের বাইরে ডানদিক থেকে অসাধারণ এক ফ্রিকিকে বল জালে জড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা। নুহা মারংকে ফেরাতে রহমতগঞ্জ গোলরক্ষক জিয়াউর রহমান বক্স থেকে বেরিয়ে এসে বল হাতে লাগিয়েছেন। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে আর সেই ফ্রিকিকেই মিগেলের গোল।

এর দুই মিনিট পরই ব্যবধান বাড়ান রবসন রবিনহো। রিমন হোসেনের কাছ থেকে বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের ডামিতে প্রথমে বিভ্রান্ত করেন সামনের ডিফেন্ডারকে, এরপর ডান পায়ের নিচু শটে বল জালে জড়িয়ে দিয়েছেন।  দ্বিতীয়ার্ধে অবশ্য আর ব্যবধান বাড়েনি। মিগেলের ফ্রিকিকই আরেকবারই ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঝ ছেড়েছে অস্কার ব্রুজোনের দল।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.