জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন বাংলাদেশে

 আবারও পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ সিরিজের নতুন সিনেমা। এবার মুক্তি পাচ্ছে ষষ্ঠ কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’। জুরাসিক পার্ক নামটা শুনলেই গায়ে কাঁটা দেওয়া একটা অদ্ভুত অনুভূতি হয় সিনেমাপ্রেমীদের। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক পার্ক’ সিরিজের প্রথম সিনেমা। প্রাগৈতিহাসিক, অতিদানবীয় প্রাণীদের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই। এরপর একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরও পাঁচটি সিনেমা।



কলিন ট্রেভরো পরিচালিত ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে আজ। সিনেমাটিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন, জেফ গোল্ডব্লাম প্রমুখ। সেন্সর সাপেক্ষে একই দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে ছবিটি



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.