মাকে খুশি করতে গান গাইলেন প্রভা

 মেয়ে অভিনয়ে পরিচিতি পেলেও মায়ের ইচ্ছা ছিল সাদিয়া জাহান প্রভা সংগীতশিল্পী হোক। কিন্তু মেয়ের আবার গানে খুব একটা মন টানত না। প্র্যাকটিসে বসে ফাঁকি দিতেন, অনুষ্ঠানে গানের চেয়ে উপস্থাপনা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে এবার মাকে খুশি করতে কণ্ঠে গান তুলে নিলেন প্রভা। প্রিয় শিল্পীর একটি গান কভার করার মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রভার গানের যাত্রা। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রভার নিজের ইউটিউবে মুক্তি পাবে।




কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.