বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, দেড় ঘণ্টা সেতুর এক লেন বন্ধ

 বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনার কারণে দেড় ঘণ্টা সেতুর এক লেন দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। এ কারণে সেতুর পূর্বপাড়ের এলাকা পর্যন্ত যানবাহন আটকা পড়ায় চালক ও যাত্রীরা দুর্ভোগের কবলে পড়েছিল বলে জানা গেছে।




বঙ্গবন্ধু সেতুর নির্বাহী (সাইড) প্রকৌশলী আহসান হাবিব বাপ্পী জানান, রাত সাড়ে ৮টার দিকে সেতুর ৩৭ নম্বর পিলারের কাছে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাস পেছন থেকে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণে তাৎক্ষণিক সেতুর (ঢাকা-উত্তরাঞ্চলগামী) ওই লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


এরপর বাকি লেনটি দিয়ে উদ্ধারকারী ক্রেন প্রবেশ করায় ওই লেন দিয়েও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যে কারণে সেতুর ওপর দিয়ে প্রায় আধা ঘণ্টা কোনো প্রকার যানবাহন চলাচল করেনি। এরপর সেতুর উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী লেন দিয়ে যানবাহন চলাচল শুরু করলেও বন্ধ ছিল ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী লেন। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিতে সময় লাগে দেড় ঘণ্টা। এরপর রাত ১০টার দিকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে উভয় লেন দিয়ে যানবাহন শুরু হয়।

প্রকৌশলী আহসান হাবিব বাপ্পী আরো বলেন, দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয়প্রান্তে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ওই সময়ে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় বড় ধরনের যানজট তৈরি হয়নি। সেতু খুলে দেওয়ায় পরিস্থিতি ক্রমশ: স্বাভাবিক হতে থাকে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী লেন আধা ঘণ্টা বন্ধ ছিল। এসময় সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকলেও তেমন সমস্যা হয়নি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.