আউট হওয়ার মিছিলে টাইগাররা

 অধিনায়ক বদল হলেও বদলায়নি বাংলাদশের ব্যাটিং। চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু করেছে বাংলাদেশ। ৪৫ রানে প্যাভিলিয়নে ফিরেছেন ৬ ব্যাটার। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন কেমার রোচ, কাইল মেয়ার্সরা।



তার চেয়েও বড় কথা, উইকেট বিলিয়ে দিচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা। উইকেটে টিকে থাকার কোনো প্রবণতা তাদের মাঝে দেখা যাচ্ছে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৬ রান। উইকেটে আছেন অধিনায়ক সাকিব (২৭*) এবং মেহেদি মিরাজ (২*)।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মহাবিপদে পড়ে যায়। মাত্র ৩ রানের মধ্যে নেই হয়ে যায় ২ উইকেট!ইনিংসের দ্বিতীয় বলেই দলীয় ১ রানে মাহমুদুলকে এনক্রুমার বোনারের তালুবন্দি করেন কেমার রোচ। গোল্ডেন ডাক মেরে ফিরতে হয় মাহমুদুলকে। ফিরতি ওভারে এসে রোচ সরাসরি বোল্ড করে দেন নাজমুল হোসেন শান্তকে। সাবেক অধিনায়ক মমিনুল হকও যোগ দেন ডাকের মিছিলে। ৬ বল খেলে কোনো রান না করে জায়দেন সিলসের বলে ক্যাচ তুলে বিদায় নেন। ১৬ রানে নেই ৩ উইকেট।

এর পরপরই মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। তার সঙ্গী হন লিটন দাস। দুজনের প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু কোথায় কী? দলীয় ৪১ রানে আলজারি জোসেফের বলে কিপার কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম ইকবাল (২৯)। স্কোরবোর্ডে ৩ রান যোগ হেই লিটন দাসকে (১২) ফেরান কাইল মেয়ার্স। এই ডানহাতি পেসারের দ্বিতীয় শিকার নুরুল হাসান সোহান (০)। দুই সিরিজ পর দলে ফেরা সোহান লেগ বিফোরের ফাঁদে পড়লে ৪৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.