ময়মনসিংহে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

 ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নান্দাইলে তিনজন, সদরে দুইজন ও ধোবাউড়ায় একজন। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার দড়িকুষ্টিয়া বালুয়াপাড়ায়, ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে এবং নান্দাইলের গাঙাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।




নিহত ব্যক্তিরা হলেন বালুয়াপাড়া গ্রামের আবু বাক্কার (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০), ধোবাউড়ার গফুর মিয়ার ছেলে কৃষক আবু সাঈদ (৩০) এবং পংকরহাটি গ্রামের হাদিস মিয়ার ছেলে স্বাধীন (১২), শহীদুল্লাহর ছেলে আবু ছাঈদ (১৪) ও বিল্লাল হোসেনের ছেলে শাউন মিয়া (১২)।



জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার দড়িকুষ্টিয়া বালুয়াপাড়া গ্রামে বজ্রপাতে আবু বাক্কার (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০) নিহত হন। তারা পেশায় কৃষিকাজে নিয়োজিত ছিলেন। কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল হক বজ্রপাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন গফুর মিয়ার ছেলে কৃষক আবু সাঈদ (৩০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।

এ ছাড়া নান্দাইলের গাঙাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে একই পরিবারের তিনজন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এ সময় তারা বাড়ির পাশেই একটি খালে মাছ ধরছিলেন। নিহত তিনজন একে অপরের চাচাতো-ফুফাতো ভাই।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। তারা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.