ক্রিকেট মাঠে আবারও 'পুষ্পা উদযাপন' ফেরালেন মোহাম্মদ আমির

 বক্স অফিসে ঝড় তুলেছিল ভারতের দক্ষিণী মুভি 'পুষ্পা'। নায়ক আল্লু অর্জুনের বিশেষ এক ভঙ্গিমা তো বিখ্যাত হয়ে গিয়েছিল। গত বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটাররা সেই ভঙ্গিমায় উদযাপন করেছেন। বিশ্বের বিভিন্ন সিরিজেও দেখা গেছে এমন উদযাপন।



অনেক দিন পর আবারও পুষ্পা উদযাপন ফিরল ক্রিকেট মাঠে। আর সেই উদযাপন করেছেন পাকিস্তানের সাবেক পেস তারকা মোহাম্মদ আমির।

অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা আমির এখন গ্লাস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়শিপ খেলছেন। সামারসেটের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে প্রথমবার মাঠে নামেন পাকিস্তানি পেসার। টুর্নামেন্টে নিজের প্রথম উইকেট নেওয়ার পর তাকে আল্লু অর্জুনের ভঙ্গিমায় উদযাপন করতে দেখা যায়। গ্লস্টারশায়ার আমিরের পুষ্পা সেলিব্রেশনের সেই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার টনটনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সামারসেট। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তোলে। ম্যাচের প্রথম ওভারেই উইল স্মিডের উইকেট তুলে নেন আমির। পরে বেন গ্রিনকেও তিনি আউট করেন। ৪ ওভারে ১টি মেডেনসহ ২৫ রানের বিনিময়ে আমিরের শিকার ২ উইকেট। জবাবে গ্লাস্টারশায়ার ৮ উইকেটে ১৭৭ রানের বেশি করতে পারেনি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.