পন্থকে ‘মোটা’ বললেন কানেরিয়া

 দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ২-২ এ সমতায়। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ঋষভ পন্থের। চার ম্যাচে ব্যাট হাতে পন্থের অবদান মাত্র ৫৭ রান। তাঁর ব্যাটিং নিয়ে সন্তষ্ট নন দেশটির কিংবদন্তি সুনীল গাভাস্কার।




এবার পন্থের উইকেটকিপিং নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। এ সময় পন্থকে ‘মোটা’ও বলেছেন এই লেগস্পিনার।

কানেরিয়া নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, ‘আমি পন্থের উইকেটকিপিং নিয়ে কথা বলতে চাই। একটা জিনিস আমি দেখেছি যে, ফাস্ট বোলাররা যখন বোলিং করে তখন পন্থ কুঁজো হতে পারে না এবং পায়ের আঙুলের ওপর ভর দিয়ে বসতে পারে না। এটা দেখে মনে হল, তার ওজনটা একটু বেশি হয়ে গেছে। মোটা হওয়ার কারণে সে দ্রুত বলের পেছনে যেতে পারেন না। ’ 

ব্যাটিং-উইকেটকিপিংয়ের পাশাপাশি ভাগ্যটাও খারাপ যাচ্ছে পন্থের। প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচের চারটিতেই হেরেছেন টসে। আজ সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টি। আজ কি ভাগ্য বদলাবে পন্থের?

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.