ঈদে ৯ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত রেল চলাচল

 আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা তিনটি ট্রেন ৯ দিন বন্ধ থাকবে। এর মধ্যে আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলা মিতালি এক্সপ্রেস এবং ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঢাকা থেকে খুলনা রুটের বন্ধন ও ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।




আজ রবিবার বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা যায়। তবে এর পর থেকে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল অব্যাহত থাকবে।


দীর্ঘ দুই বছর পর গত ২৯ মে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস চালু হয়। আর নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস চালু হয় ১ জুন।

বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতা সপ্তাহে পাঁচ দিন চলাচল করে। বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে বেনাপোল সীমান্ত হয়ে কলকাতা পর্যন্ত সপ্তাহে দুই দিন চলাচল করে। আর নতুন ট্রেন মিতালি এক্সপ্রেস সাপ্তাহে চার দিন চলাচল করে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.