আলবার বিয়েতে স্পেনে মেসি
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে গত বছর স্পেন ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সে। বার্সেলোনা ছেড়ে গেলেও বার্সার ফুটবলারদের সঙ্গে সম্পর্ক এখনো অটুট আছে লিওনেল মেসির। যে কারণে আবারও ফিরেছেন স্পেনে। বন্ধু জর্দি আলবার বিয়েতে স্ত্রীকে নিয়ে সেভিয়ায় আনন্দে মেতেছেন মেসি।
রোমারেই ভেন্তুরার সঙ্গে গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন আলবা। যার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়েছেন সেই বন্ধুকে আমন্ত্রণ জানাতে ভোলেননি আলবা। মেসিও তাই আমন্ত্রণে সাড়া দিয়ে চলে আসেন স্পেনে।
আলবার বিয়েতে নিজেদের আনন্দময় মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। বিয়েতে আরো উপস্থিত ছিলেন সেস ফ্যাব্রেগাস, লুইস সুয়ারেজ, সের্হিয়ো রামোস। তবে আমন্ত্রণ পেয়েও আলবার বিয়ের অনুষ্ঠানে আসেননি জেরার্ড পিকে।
Post a Comment