ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান-আফগানিস্তান, অন্তত ১৩০ জনের মৃত্যুর আশঙ্কা
আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে আফগানিস্তানে হতাহতের সংখ্যা বহু। কম্পনের মাত্রা ছিল ৬.১।
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান এবং আফগানিস্তান। বুধবার আফগানিস্তানের পূর্বে ভূমিকম্প হয়। যার ধাক্কা পৌঁছয় প্রতিবেশী দেশ পাকিস্তানেও। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। কম্পনের মাত্রা ছিল ৬.১।
বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। এমনটাই জানিয়েছেন তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে বলে তালিবান প্রশাসন সূত্রে খবর।
JUST IN: At least 155 people were killed after an earthquake strikes eastern Afghanistan, AP reports pic.twitter.com/utGMdibw3F
— Bloomberg (@business) June 22, 2022
Post a Comment