দক্ষিণ-উত্তর বিতর্ক ভুলে...

 দক্ষিণ ভারত বনাম উত্তর ভারত, তথা বলিউডের হিন্দি সিনেমা ঘিরে দীর্ঘদিন ধরে কাদা-ছোড়াছুড়ি চলছে। চলতি বছর আরআআর, কেজিএফ ২-এর মতো দক্ষিণ ভারতের ছবি সুপারহিট হওয়া এবং মিডওয়ে ৩৪সহ বেশ কয়েকটি হিন্দি ছবির ভরাডুবির পর এই বিতর্ক নতুন মাত্রা পায়। পক্ষে-বিপক্ষে মুখ খোলেন মহেশ বাবু থেকে অজয় দেবগনরা। এই বিতর্ক নিয়ে আগেই নিজেদের বিরক্তির কথা জানিয়েছেন একাধিক তারকা। এবার সেই দলে যোগ দিলেন অদিতি রাও হায়দারিও।




দক্ষিণ-উত্তরে বিতর্ক নিয়ে অদিতির মন্তব্য গুরুত্বপূর্ণ। কারণ, তিনি এমন একজন অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতের সঙ্গে হিন্দি সিনেমাতেও নিয়মিত কাজ করেন।
হায়দরাবাদের রাজপরিবারের কন্যা অদিতি। মালয়ালম ছবি দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করলেও, হিন্দি, তামিল, তেলেগু ছবির জগতেও তাঁর সমান দাপট। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদিতি দক্ষিণ বনাম উত্তর লড়াই নিয়ে মুখ খুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই ভারতীয় চলচ্চিত্রের জগতে কাজ করি। আঞ্চলিক, দক্ষিণি ছবি, এই শব্দগুলোর প্রয়োগ বন্ধ করা উচিত। একজন ভারতীয় হিসেবে আমাদের পরিচয় লুকিয়ে আছে ভিন্ন সংস্কৃতি, ভাষা, ইতিহাসসহ আরও বিভিন্ন বিষয়ের মধ্যে। ভারতীয় সিনেমার এক সুন্দর যাত্রা শুরু হয়েছে। তাই এই বচসা বন্ধ করা উচিত।’

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.