কমনওয়েলথ গেমস : ভারতের কাছে হার টেবিল টেনিস দলের

 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দলের যাত্রা থামল কোয়ার্টার ফাইনালে। ভারতের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি রামহিম-হৃদয়রা।




ইংল্যান্ডের বার্মিংহামে রবিবার দ্বৈতে হারমিত সাত্যিয়ানের কাছে ১১-৮,১১৬ ও ১১-২ পয়েন্টে হারেন রামহিমলিয়াম বম ও হৃদয় আহমেদ জুটি।


সিঙ্গেলসে শারত কামাল ১১-৪, ১১-৭ ও ১১-২ পয়েন্টে জয়ী হন রিফাত সাব্বিরের বিপক্ষে। অন্য ম্যাচে সাত্যিয়ান ১১-২, ১১-৩ ও ১১-৫ পয়েন্টে হারান মৌতাসিন আহমেদ রাতুলকে।

আজ সাঁতারে বাংলাদেশের দুইজন প্রতিযোগী অংশ নেন। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের তৃতীয় হিটে সোনিয়া খাতুন আট প্রতিযোগীর মধ্যে হয়েছেন ষষ্ঠ। তিনি সময় নিয়েছেন ৩০.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে সর্বমোট ৫২ জন প্রতিযোগী অংশ নেন, যাদের মধ্যে ৪২তম হয়েছেন সোনিয়া। সবার আগে শেষ করা কানাডার মার্গারেট ম্যাকনেলের চেয়ে সোনিয়া সময় নিয়েছেন ৪.৭০ সেকেন্ড বেশি।

ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলের চতুর্থ হিটে বাংলাদেশের সাঁতারু আসিফ রেজা আটজনের ভেতর ষষ্ঠ হয়েছেন। তিনি সময় নিয়েছেন ৫৪.২৪ সেকেন্ড। এই ইভেন্টে সাঁতার শেষ করা মোট ৬৯ জন সাঁতারুর ভেতর আসিফ হয়েছেন ৫০তম। প্রথম হওয়া কানাডার জশুয়া লিয়েন্ডো এডওয়ার্ডসের চেয়ে আসিফ সময় নিয়েছেন ৫.৭০ সেকেন্ড বেশি। এদিকে পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ১৮টি দেশের ৫৬ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে শিশির আহমেদ ২১তম, ভল্টিং টেবিলে আলি কাদের হক ১২তম, আবু সাঈদ রাফি ১৬তম ও শিশির আহমেদ ১৭তম হয়েছেন। দলগতভাবে বাংলাদেশ ১৮ দেশের ভেতর নবম স্থান পেয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.