অপেক্ষা ঘুচিয়ে ইউরোপ সেরা ইংল্যান্ড

 প্রথমবারের মত ইউরোপ সেরার মুকুট পড়লো ইংল্যান্ড নারী ফুটবল দল। ওয়েম্বলিতে রোববার রাতে চোলে কেলির অতিরিক্ত সনয়ের গোলে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশিপ জিতল ইংলিশ মেয়েরা। তৃতীয়বারের চেষ্টায় ফাইনাল জিতল ইংল্যান্ড।




১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্ট-ববি চার্লটনদের সেই সাফল্যের পর ইংল্যান্ডের পুরুষ কিংবা নারী দল রোববারের আগ পর্যন্ত আর কোনো মেজর শিরোপা জিততে পারেনি।


আট বারের চ্যাম্পিয়নদের হারিয়ে ৫৬ বছরের অপেক্ষা ফুরিয়ে উৎসবে মেতেছে ইংলিশ ফুটবল।

ওয়েম্বলিতে ৮৭ হাজারের অধিক দর্শকের সামনে উপভোগ্য একটা ম্যাচ উপহার দিয়েছে ইংল্যান্ড ও জার্মানি। ম্যাচ জুড়ে ছড়িয়েছে উত্তাপ। নির্ধারিত নব্বই মিনিট ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। সেখানেই বাজিমাত করেছে ইংল্যান্ড। ম্যাচের ১১০ মিনিটের মাথায় গোল করেন ক্লোয়ি কেলি। গোলের পর জার্সি খুলে উল্লাসে মাতেন আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা এই নারী ফুটবলার। আনন্দে মাতোয়ারা হন স্বাগতিক দর্শকেরা।

এর আগে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পারেনি গোল করতে। ৬২ মিনিটে এসে ডেড লক ভাঙে ইংল্যান্ড। স্বাগতিকদের এগিয়ে নেন ইল্লা টোনে। তবে ৭৯ মিনিটেই সমতায় ফেরে জার্মানি। গোল করেন লিনা মাগুল। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে আটকে রাখতে পারেনি ৮ বারের চ্যাম্পিয়নরা। ১১০ মিনিটের কেলির গোলে প্রথমবার আন্তর্জাতিক শিরোপার স্বাদ পায় ইংলিশ মেয়েরা।  

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.