৪০ বস্তা সার পাচার করে দিচ্ছিলেন ডিলার, পড়লেন ধরা

 রাজবাড়ীর গোয়ালন্দে পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার ও সংশ্লিষ্ট খন্দকার ফারুক হোসেনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। তিনি গোয়ালন্দ বাজারের সারের ডিলার ‘মেসার্স খন্দকার ফারুক’ এর স্বত্বাধিকারী। পরে সার বিক্রয়ে অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে গোয়ালন্দের সার অন্য এলাকায় পাঁচারের চেষ্টা করার অপরাধে ডিলারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।




উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

সোমবার গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘জব্দ ৪০ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে ওই সার এলাকার প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হবে। সার বিক্রিত সব টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। ’

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.