বৃষ্টি, বন্যা সামলে যেমন চলছে নতুন দুই ছবি

 করোনা মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক বছর ধরে সিনেমার বাজারে মন্দা চলছিল। কিন্তু গত ঈদুল ফিতরে ‘শান’ ও ‘গলুই’ ছবি দুটি দিয়ে অনেক দিন পর সিনেমা হল কিছুটা হলেও জেগে উঠেছে। ঈদের পর থেকে ‘পাপ পুণ্য, ‘আগামীকাল’ ও ‘বিক্ষোভ’ ছবি তিনটি মুক্তি পায়। অন্যদিকে মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তালাশ’ ও ‘অমানুষ’ ছবি দুটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়। ফেসবুকে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে দুই ছবির ট্রেলার নিয়েই ইতিবাচক মন্তব্য করেন দর্শকেরা। গত শুক্রবার দেশের ৯৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি দুটি। মুক্তির আগে ছবি দুটি নিয়ে ভালো প্রচারণা চালান শিল্পীরা। ফলে মুক্তির পর ছবি দুটি ব্যবসা কেমন করে সেদিকে চোখ ছিল ছবির কলাকুশলী, প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সাধারণ দর্শকেরও।





কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুক্তির প্রথম দিন থেকেই প্রায় সারা দেশেই ঝরেছে মুষলধারে বৃষ্টি ও সিলেট বিভাগের বড় অংশ ডুবে গেছে বন্যার পানিতে। এর প্রভাব পড়েছে সিনেমা হলেও। ফলে, দেশের বিভিন্ন জায়গায় সিনেমা হলে দর্শক কিছুটা কমেছে। বন্যার কারণে দুই–একটি জায়গায় সিনেমা হলই খোলেনি। দেশের বেশ কয়েকটি সিনেমা হলে খোঁজখবর নিয়ে এমন চিত্রই পাওয়া গেছে।

সিলেটের নন্দিতা ও মোহন সিনেমা হল দুটিতে তালাশ ও বিজিবি সিনেমা হলে অমানুষ-এর মুক্তি চূড়ান্ত ছিল। কিন্তু সিলেট বিভাগজুড়ে ব্যাপক বন্যার কারণে হল তিনটি খোলেনি। অন্যদিকে বৃষ্টির কারণে ময়মনসিংহের ছায়াবাণী হলের সামনে হাঁটুপানি জমেছে। এ জন্য প্রথম দিন প্রথম শো বন্ধ ছিল এই হলে। পরের শোগুলো চললেও সেভাবে দর্শক আসেননি। তবে মুক্তির দ্বিতীয় দিন থেকে হলটিতে নিয়মিত প্রদর্শিত হচ্ছে তালাশ। গত শনিবার দুপুরে হলটির মালিক কামাল হোসেন বলেন, ‘শুক্রবার সারা দিন বৃষ্টি হয়েছে। শনিবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। প্রথম দিন দর্শক কম হয়েছে। তবে এখন আগের চেয়ে কিছুটা বেড়েছে।’

ছায়াবাণী ছাড়াও কামাল হোসেনের আরও একটি হল আছে, রংপুরের শাপলা। রংপরেও একই অবস্থা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এখানেও তালাশ চলছে। মুক্তির আগে ট্রেলার, গান দেখে ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছিলাম। কিন্তু বৃষ্টি মেরে দিয়েছে। সাধারণ নতুন ছবি মুক্তির প্রথম দিন সব কটা শো থেকে ৩০ থেকে ৩৫ হাজার টাকার সেল হয়। কিন্তু বৃষ্টিতে ব্যবসা খারাপ। তা–ও প্রায় ২০ হাজার টাকার টিকিট সেল ছিল প্রথম দিন। পরিস্থিতি ভালো হলে দর্শক বাড়তে পারে।’

রংপুর ও ময়মনসিংহের মতো অবস্থা ঢাকাতেও। রাজধানীর মধুমিতা হলে চলছে অমানুষ। ছবির পরিচালক অনন্য মামুন জানালেন, এখন নতুন ছবির মর্নিং শোতে কম হলেও আড়াই হাজার টাকার টিকিট বিক্রি হয়। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিন প্রথম শোতে ১ হাজার ৮০০ টাকার টিকিট বিক্রি হয়েছে। তিনি বলেন, ‘প্রথম দিনের চার শোতেই বৃষ্টির প্রভাব ছিল। সাধারণত মুক্তির প্রথম দিন নতুন ছবিতে বিকেল ও রাতের শোতে মধুমিতা হলে প্রায় হাউসফুল হয়। কিন্তু এবার বিকেলের শোতে ৭৫ শতাংশ দর্শক ছিল।’
তবে পরিচালক আশাবাদী, ঢাকা ও ঢাকার বাইরে দর্শক বাড়বে। শুক্রবার সন্ধ্যার শোতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়েও মিলল একই চিত্র। সরেজমিন এই মাল্টিপ্লেক্সে গিয়ে দেখা যায়, তালাশ ও অমানুষ ছবি দেখতে দর্শক উপস্থিতি দুই শর বেশি হবে না। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে একটু দর্শক কমই হচ্ছে। কারণ, বৃষ্টির জন্য বাসা থেকে বের হওয়া বড় সমস্যা। তা ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বন্যা। মানুষের মনে কিছুটা অশান্তি আছে। টানা বৃষ্টি থেমে গেলে হয়তো দর্শক বাড়বে।’

একই অবস্থা চট্টগ্রামেরও। বন্দর নগরীর সিনেমা প্যালেসে চলছে তালাশ, ঝুমুর হলে চলছে অমানুষ। হল দুটির মালিক আবুল হোসেন বললেন, ‘গতকাল থেকে টানা বৃষ্টি। এ কারণে দর্শক কিছুটা কম। তবে একবারে সেল যে খারাপ, তা–ও না। সেলের দিক থেকে তালাশ একটু এগিয়ে আছে।’
সৈকত নাসির পরিচালিত তালাশ ছবিতে অভিনয় করছেন বুবলী, আদর আজাদ, আসিফ খান প্রমুখ। অনন্য মামুন পরিচালিত অমানুষ ছবিতে অভিনয় করছেন নিরব, মিথিলা, নওশাবা প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

Blogger দ্বারা পরিচালিত.